হিজামা একটি বিজ্ঞানসম্মত ইসলামিক চিকিৎসা। এটি বহু প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি। রাসূল (ﷺ) এটিকে শ্রেষ্ঠ চিকিৎসা হিসেবে অভিহিত করেছেন। আধুনিক চিকিৎসায় এটি কাপিং থেরাপি নামে পরিচিত। বর্তমানে হিজামা সারাবিশ্বে জনপ্রিয় চিকিৎসা। হিজামার মাধ্যমে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে ভ্যাকুয়াম কাপের সাহায্যে ব্যথা মুক্ত ভাবে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) শরীরের সব ধরনের টক্সিন, ইউরিক এসিড, নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। মাথাব্যথা, শরীরব্যথা সহ বিভিন্ন অসুস্থতা নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয়।