কাউন্সেলিং (Counseling)

কাউন্সেলিং এটি একটি পেশাদার প্রক্রিয়া। কাউন্সিলিং হল কোনো ব্যক্তি মূলত দৈনন্দিন সামাজিক পারিবারিক ও শারীরিক মানসিক যেসমস্ত জটিলতা ও সমস্যায় ভোগে সে সম্পর্কে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা যা তাকে সঠিক সিদ্ধান্ত ও পথচলায় এবং সমস্যার সমাধান পেতে সহায়তা করবে।

জ্বীন জাদুর চিকিৎসায় সমাজে প্রচলিত প্রায় সকল পদ্ধতি হারাম ও শিরকের পাশাপাশি মিথ্যায় ভরা। মেডিক্যাল চিকিৎসায়ও এসংক্রান্ত রোগব্যাধি ভালো হয় না। এর সহজ সমাধানে সু’ন্নাহ ও শরীয়াহ-সম্মত চিকিৎসা রুক’ইয়াহ। অনেকেই দ্বিধাদ্বন্দে ভোগেন জ্বীন জাদুর সমস্যা আছে কি না এবং চিকিৎসা গ্রহণ করার পূর্বে প্রাথমিক ধারণা ও পরামর্শ নিতে চান। এর জন্য আমরা পেশেন্টের হিস্ট্রি, সমস্যা বিস্তারিত শোনে এবং সিমটম ডায়াগনোসিস পদ্ধতি অবলম্বন করে বের করে আনার চেষ্টা করি যে , আসলে আপনার সমস্যা আদৌও প্যারানরমাল সমস্যা কি না, হলে এর সমাধান ও করণীয় কী এর সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ এবং সেলফ রুকইয়াহ সাজেশন দিয়ে থাকি। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন।

Scroll to Top