আমরা কি ধরনের সেবা দিয়ে থাকি

রুকইয়াহ (Ruqyah) সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে সংক্ষেপে জেনে নিন আমাদের সেবাসমূহ সম্পর্কে বা আমরা কি ধরনের সেবা দিয়ে থাকি।

জ্বীন, যাদু ও বদনজর হাসাদের মূল ক্যাটাগরি বা সাব-ক্যাটাগরি এবং এগুলোর কারণে বিভিন্ন ধরণের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক যেসব রোগব্যাধি ও দৈনন্দিন জটিলতা সৃষ্টি হয় আমরা মূলত সেই সকল প্রকার সমস্যার চিকিৎসা করে থাকি।

অনেকেই আবার সবকিছুর জন্যই রুকইয়াহ খুজেন। রুকইয়াহ কিসের জন্য এবং কিসের জন্য নয় এ বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। এজন্য দেখা যায় অনেক ভাই বোন আমাদের সাথে যোগাযোগ করে- পছন্দের মানুষ কে বিয়ে করার জন্য রুকইয়াহ চান, অনেকেই হারানো বা চুরি হওয়া জিনিস খুঁজে পাওয়ার জন্য রুকইয়াহ করতে চান, কেউ মামলা মুকাদ্দমা থেকে উদ্ধারের জন্য রুকইয়াহ করতে চান, কেউবা আবার স্বামী/স্ত্রী ও সন্তান কে বশ করার জন্য রুকইয়াহ করতে চান।

মনে রাখবেন – কাউকে বশ করা, পছন্দের মানুষকে বিয়ে করা, হারানো জিনিস খুঁজে পাওয়া ও অবৈধ আশা পুরন এবং অসাধ্যকে সাধন করার জন্য রুকইয়াহ নয়।

আমাদের সেবা সমূহ

এবার আমাদের সেবা সমূহের সংক্ষিপ্ত উত্তরটি জানার পূর্বে বিস্তারিত জেনে নিন। প্যারানরমাল সমস্যার মূলত তিনটি ক্যাটাগরি রয়েছে । যথা—

১। জ্বীন ( জ্বীনের আছর)
২। যাদু (ব্লাক ম্যাজিক)
৩। বদনজর – হাসাদ

প্রত্যেকটির আবার বিভিন্ন প্রকার বা সাব-ক্যাটাগরি রয়েছে।

জ্বীনের ক্যাটাগরি

জ্বীনের ক্যাটাগরি যেমন—

  • যাদুর খাদেম জ্বীন
  • হাসাদের খাদেম জ্বীন
  • আশিক জ্বীন

যাদুর ক্যাটাগরি

যাদুর ক্যাটাগরি যেমন—

  • বিবাহ বন্ধের যাদু
  • বিবাহ বিচ্ছেদের যাদু
  • হত্যার যাদু
  • পাগল করার যাদু
  • স্রাবের যাদু
  • বন্ধ্যাত্বের যাদু
  • পুরুষত্বহীনতার যাদু

বদনজরের ক্যাটাগরি

বদনজরের ক্যাটাগরি যেমন—

  • মানুষের বদনজর-হাসাদ
  • জ্বীনের বদনজর-হাসাদ

জ্বীন, যাদু ও বদনজরের মাধ্যমে সৃষ্টি হতে পারে এমন কিছু কমন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক রোগ সম্পর্কে জেনে নিন-

শারীরিক রোগ

শারীরিক রোগ যেমন—

মাথা ব্যাথা

আমাদের পুরো শরীর মাথা ব্রেন থেকেই পরিচালিত হয় তাই জ্বীন জাদুর সর্বপ্রথম লক্ষবস্তুই হলো মাথা। জ্বীনের বদনজর থাকলে অথবা শরীরে জ্বীন লুকায়িত থাকলে প্রচণ্ড মাথা ব্যাথা হতে পারে। যেকোনো প্রকার যাদুর কারণেই প্রচন্ড মাথা ব্যথা হতে পারে।

পেটে ব্যাথা

যেকোনো প্রকারের যাদুই যখন কিছু খাওয়ানো বা পান করানোর মাধ্যমে কার্যকর করা হয়, অথবা জ্বীন যখন স্বপ্নে রোগীকে যাদুর বস্তু খাওয়ায়, তখন রোগীর পেটে ব্যাথা হবে। যা ডাক্তারি কোনো চিকিৎসায়‌ই স্থায়ী ভালো হবে না।

জ্বর জ্বর ভাব

জ্বর জ্বর ভাব যা থার্মোমিটারে উঠে না > বদনজরের কারণে এ সমস্যাটি হতে পারে ।

এছাড়াও জ্বীন, যাদু ও বদনজর হাসাদের কারণে বাচ্চাদের কান্নাকাটি, খাবারে অরুচি, শরীর শুকিয়ে যাওয়াসহ আরো বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।

মানসিক রোগ

কমন কিছু মানসিক রোগ যেমন—

ডিপ্রেশন, অস্থিরতা, একাকিত্বতা, মেজাজ খিটখিটে থাকা, আত্মহত্যা প্রবণতা, কাউকে সহ্য করতে না পারা, ঘুম না আসা, অকারণে হাসি-কান্না আসা ইত্যাদি সহ আরো বিভিন্ন সমস্যা হতে পারে।

আধ্যাত্মিক রোগ

কমন কিছু আধ্যাত্মিক রোগ যেমন—

ইবাদাতে মনোযোগ না থাকা, ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ আদায় করতে না পারা, নামাজে দাড়ালে কেহ ধাক্কা দিচ্ছে এমনটা অনুভব হ‌ওয়া, ঈমান কোরআন আখেরাত, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা ও আল্লাহ তাআলা কে নিয়ে ওয়াসওয়াসা আসা ইত্যাদি। মাআজাল্লাহ।

পারিবারিক সামাজিক সমস্যা>
বিয়ে করতে না চাওয়া, বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাওয়া, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি।

এক কথায় বললে— আমরা জ্বীন, জাদু ও বদনজর এবং এগুলোর কারণে সৃষ্ট সকল শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও দৈনন্দিন সকল সমস্যার রুকইয়াহ চিকিৎসা করে থাকি।

আমাদের থেকে সরাসরি রুকইয়া ও হিজামা সেবা নিতে যোগাযোগ করুন – Sunnah Cure Banasree, Dhaka

শেয়ার করুন -

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top