আভিধানিক অর্থঃ জাদু এর আরবী প্রতিশব্দ সিহর। এর আভিধানিক অর্থ হল গোপন করা, লুকানো, মোহ , সম্মোহন, সম্মোহিত করা, বিমোহিত করা, মুগ্ধ করা, আকৃষ্ট করা, পরিবর্তন করা। ইত্যাদি।
অর্থাৎ যাদু হচ্ছে প্রত্যেক এমন বিষয়, যার কারণ গোপন থাকে। যার উৎস খুবই সুক্ষ্ম ও স্পর্শকাতর। সিহরকে ইংরেজিতে ম্যাজিক বা ব্লাক ম্যাজিক বলা হয়।
পারিভাষিক সংজ্ঞাঃ
পরিভাষায় জাদু বলা হয় এমন কিছু গিঁট, মন্ত্র ও কথা যা মুখে উচ্চারণ করা, লিখা ও ব্যবহারের দরুন ব্যক্তির শরীর ও অন্তরাত্মা কে প্রভাবিত করে। ফলে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা পরিবর্তন হয়ে যায়। যেমন অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুবরণ করে, সহবাসে অক্ষম হয় যায়, বাচ্চা জন্মদানে বিঘ্ন ঘটে, স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে এবং একেঅপরের বশ হয়ে যায় ইত্যাদি।
যাদুর মূল হলোঃ কোন বস্তুকে তার প্রকৃত অবস্থা বা স্বরূপ থেকে পরিবর্তন করা। যেমন : সুস্থতাকে রোগ ব্যাধিতে পরিবর্তন করা। আরবরা সিহরকে সিহর নাম দিয়েছেন এজন্য যে, সিহর মানুষের সুস্থতাকে অসুস্থতায় পরিণত করে দেয়।
যাদু হচ্ছে এমন বিষয় যার মাধ্যমে অসত্যকে সত্যের আকৃতি দেয়া হয়, কোনো বস্তুকে তার প্রকৃত রূপ বা অবস্থা থেকে ভিন্ন রূপে দেখানো হয় এবং কোন বস্তুকে এমন দৃষ্টিনন্দন রূপে উপস্থাপন করা হয়, যাতে লোকজন অবাক হয়ে যায় ।
জাদু হচ্ছে এমন বিষয় মাধ্যমে মানুষকে হত্যা করা যায়, রোগব্যধি সৃষ্টি করা যায়, পাগল বানানো যায়, বিবাহে বিঘ্ন ঘটানো যায়, সহবাসে অক্ষমতা সৃষ্টি করা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়, দু’জন ব্যক্তির মাঝে প্রেম-ভালোবাসা তৈরী করা যায়, একজনকে অন্যজনের বশ করে ফেলা যায়। পরষ্পরের মাঝে শত্রুতাও সৃষ্টি করা যায়।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন—
فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ
অনন্তর তাদের (হারুত মারুত ফেরেশতাদ্বয়ের) নিকট থেকে তারা (লোকজন) এমন জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতো, যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। (সূরা বাকারাহ ১০২)
জাদুর প্রকৃত রূপ হচ্ছে শয়তান ও যাদুকরের মধ্যকার এক চুক্তির নাম, যে চুক্তি অনুযায়ী একজন যাদুকর কিছু হারাম ও কুফরী-শিরকি কাজে লিপ্ত হয় এবং এর বিনিময়স্বরুপ শয়তান তাকে সহযোগিতা করে এবং তার চাহিদা পূরণ করে ।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন —
وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ
কিন্তু শয়তানরাই কুফুরী করেছিল। তারা লোকদেরকে যাদু বিদ্যা শিক্ষা দিত। (সূরা বাকারাহ ১০২)
ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, জাদু হচ্ছে এমন বাঁধন (গিট), মন্ত্র বা বাক্যাবলীর নাম; যা উচ্চারণ করা, লিখা বা ব্যবহারের দরুণ যাদুগ্রস্ত ব্যক্তিকে স্পর্শ করা ছাড়াই তার দেহ, মন বা মস্তিষ্ক প্রভাবিত হয় ।
ইবনুল কাইয়িম (রহ) বলেন, সিহর হচ্ছে যাবতীয় খারাপ আত্মার সমন্বিত প্রভাব, যার মাধ্যমে মানবপ্রকৃতি প্রভাবিত হয় ।
বহুল প্রচলিত জাদুর কয়েকটি প্রকার
১) মারাদ বা অসুস্থতার যাদু
২) পাগল বানানোর যাদু
৩) বিয়ে আটকে রাখার যাদু
৪) বিবাহ বিচ্ছেদের যাদু
৫) বন্ধ্যাত্বের যাদু
৬) বশীকরণ যাদু
৭) পড়ালেখা নষ্ট যাদু
৮) দরিদ্র করার যাদু
৯) দৃষ্টিভ্রমের যাদু
১০) একাকিত্বের যাদু
১১) শারীরিক দুর্বলতার যাদু
১২) বিষণ্নতার যাদু
১৩) অদৃশ্য আওয়াজের যাদু
১৪) ভালোবাসার যাদু
১৫) অনিয়মিত মাসিকের যাদু
১৬) সাদাস্রাবের যাদু
১৭) সহবাসে অক্ষমতার যাদু
১৮) দ্রুত বীর্যপাতের যাদু
১৯) প্যারালাইসিসের যাদু
২০) ওয়াসওয়াসার যাদু
২১) নিদ্রাহীনতার যাদু
২২) বাধা সৃষ্টির যাদু
২৩) পারিবারিক বিচ্ছেদের যাদু