বোনদের অনেকেই যে সমস্যায় পড়েন তা হলো পিরিয়ডের সময় পানি রেডি করে দেয়ার কেউ থাকেনা। আবার অনেকেই মনে করেন এই সময় রুকইয়াহর অডিও রেকর্ড ও কোরআন তিলাওয়াত শোনাও যাবেনা, তাই রুকইয়াহ করছেন না, বন্ধ করে দিয়েছেন। তাদের জন্যই আজকের এই পোস্ট।
পিরিয়ডের সময় কোরআন তিলাওয়াত করা যায় না। তবে কেউ আপনার সামনে কোরআন তিলাওয়াত করলে তা শোনা যাবে। তাই কেউ রুকইয়াহর আয়াত গুলো আপনার সামনে কেউ তিলাওয়াত করলে তা শুনতে পারবেন।(অতএব প্রয়োজন হলে সরাসরি রুকইয়াহও করতে পারবেন।) রুকইয়াহ শোনার জন্য আয়াত ও দোয়া সম্বলিত যে অডিও রেকর্ড গুলো রয়েছে বা যে অডিও রেকর্ড গুলো শুনতে দেওয়া হয় তাও শুনতে পারবেন।
গোসলের পানি, খাওয়ার পানি -অন্য কেউ পড়ে দিলে সেগুলোও যথানিয়মে ব্যবহার করতে পারবেন। যদি কেউ রেডি করে দেওয়ার মতো না থাকে তাহলে নিচের ১০টি দোয়া পড়ে আপনি নিজেই রেডি করতে পারবেন
এই দু’আগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাবেন। গোসলের পানিতে ফু দিয়ে গোসল করবেন। কতবার পড়তে হবে? ৩/৫/৭ বা আপনার যতবার ইচ্ছা, ততবার। যতবেশি পড়বেন তত ভাল হবে ইনশাআল্লাহ।
রুকইয়াহর দোয়া–
{١} -أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ ؛
{٢} -أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأنْ يَحْضُرُونَ ؛
{٣}-أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ؛
{٤} -بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ؛
{٥} -بِسْمِ اللَّهِ أَرْقِيْك ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيك ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ ، اللَّهُ يَشْفِيك ، بِسْمِ اللَّهِ أَرْقِيْك ؛
{٦} -بِسْمِ اللَّهِ يُبْرِيْك ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيَك ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إذَا حَسَدَ ، وَشَرِّ كُلِّ ذِي عَيْن ؛
{٧} -بِسْمِ اللَّهِ ، أَعُوْذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاْذِرُ ؛
{٨} -أَللَّهُمَّ رَبَّ النَّاسِ ، أَذْهِبِ اْلْبَاْسَ ، اِشْفِ وَأَنْتَ الشَّافِي ، لَاشِفَاؤُكَ ، شِفَااءً لَا يُغَادِرُ سَقَمًا ؛
{٩} -أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَك ؛
{١٠} -أَعُوْذُ بِاَللَّهِ السَّمِيْعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ؛
উচ্চারণঃ
১//. আউযুবি কালিমাতিল্লাহিত্ তাম্মাহ্, মিংকুল্লি শাইতানিউ ওয়া হা-ম্মাহ্, ওয়া মিং কুল্লি আইনিল লাম্মাহ্
২//. আউযুবি কালিমাতিল্লাহিত্ তাম্মাহ্ মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহ্ ওয়া শার্রি ইবাদিহ্, ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আই ইয়াহদুরুন।
৩//. আউযুবি কালিমা-তিল্লাহিত্ তাম্মাতি মিং শার্রি মাখালাক্ব।
৪//. বিসমিল্লাহিল্লাযি লাইয়াদুর্রু মা’আসমিহি শাই্উং ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুওয়াস সামিউল আলিম।
৫//. বিসমিল্লাহি আরক্বিক মিং কুল্লি শাইয়িই ইউজিক মিং শার্রি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরক্বিক।
৬//. বিসমিল্লাহি ইউবরিক ওয়া মিং কুল্লি দা-য়িই ইয়াশফিক ওয়া মিং শার্রি হাসিদিন ইজা হাসাদ ওয়া শার্রি কুল্লি যি-আইন।
৭//. বিসমিল্লাহ্,আউযুবি ইযযাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহি মিন শার্রি মা-আজিদু ওয়া উহাযিরু।
৮//. আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বা’স ইশফি ওয়া আনতাশ শাফি লা-শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাক্বামা।
৯//. আস আলুল্লাহিল আজিম রাব্বাল আরশিল আজিম আই ইয়াশফিয়াক।
১০//. আউযুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহ্।
ইচ্ছা হলে রুকইয়াহ হিসেবে দু’আ গুলো তেলাওয়াতও করতে পারবেন। ৩০-৪০ মিনিট তেলাওয়াত করলেন। অনেক ফায়দা হবে ইন শা আল্লাহ। চাইলে আপনি এর সাথে আরো বিভিন্ন দোয়া এড করে নিতে পারেন।
বিঃদ্রঃ- মনে রাখবেন পিরিয়ডের সময় জিকির-আজকার, নিরাপত্তার আমল আমল, হাদিসে দোয়া সমূহ এবং যেকোনো দোয়া-দরুদ পড়তে পারবেন। এমনকি কোরআন স্পর্শ করা ব্যতিত কোরআনে দোয়া সম্বলিত আয়াতগুলো সাওয়াব/নেকির নিয়ত ছাড়া দোয়ার নিয়তে করতে পারবেন।