আমাদের পরিচিতি (About Us)

সুন্নাহ কিউর প্রফেটিক হিলিং & কাপিং সেন্টার ঢাকা মূলত জ্বীন, জাদু, বদনজর, হাসাদ, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যা সমাধানের লক্ষ্যে পরিচালিত শরিয়াহসম্মত একটি চিকিৎসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান রুকইয়াহ, হিজামা এবং কাউন্সিলিং করে থাকে। সুন্নাহ কিউর মানে হচ্ছে সুন্নাহ সম্মত চিকিৎসা। অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত পন্থায় চিকিৎসা করা। রাসূল সাঃ এর নির্দেশিত পদ্ধতি অবলম্বন করে কোরআন সুন্নাহর আলোকে জাগতিক জীবনের শারীরিক ও মানসিক অসুস্থতা, রোগব্যাধি, অশান্তি, অস্থিরতা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং দৃশ্য-অদৃশ্য সমস্যা থেকে আল্লাহর সাহায্যে মুক্তি লাভের করে সুস্থ , প্রশান্ত ও সুখময় জীবন যাপন করতে পারেন। ভালোভাবে ইবাদত করতে পারেন, ঈমান আমল বৃদ্ধি করে আল্লাহর নৈকট্য ও চির সুখের জান্নাত লাভ করতে পারেন। এই লক্ষ্যে “সুন্নাহ কিউর” এর পদযাত্রা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে: আল্লাহ তায়ালা বলেন – আমি এমন কোরআন অবতীর্ণ করেছি যা মুমিনের জন্য শিফা ও রহমত। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন – তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছেন; যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি করে নেয় (আল-ফাতহ,৪)

সুন্নাহ কিউর ঢাকা এর লক্ষ্য ও উদ্দেশ্যে

১. মানবিক জীবনে শারীরিক, মানসিক, শরীরী ও অশরীরী সকল সমস্যা সমাধানে শরিয়াহসম্মত এবং সুন্নাহ, মুবাহ ও অর্গানিক মাধ্যম ব্যবহার করে চিকিৎসাদান।

২. সমাজে প্রচলিত শিরক-কুফর, কুসংস্কার ও বস্তুবাদ প্রভাবিত ব্যবস্থাপনার বিপরীতে সুস্থ দেহ-মন গঠন এবং সুখময় জীবন লাভে সাহায্য করা।

৩. আপনারা ও আমরা সুস্থ ও প্রশান্ত মনে রবের ইবাদত করে ঈমান বৃদ্ধি, রবের সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে চিরস্থায়ী চির সুখের জান্নাত লাভ তথা উভয় জগতের সফলতা অর্জনই আমাদের উদ্দেশ্য।

সুন্নাহ কিউর প্রফেটিক হিলিং & কাপিং সেন্টার ঢাকা এর কার্যক্রম

১. সুন্নাহ কিউর প্রফেটিক হিলিং & কাপিং সেন্টার ঢাকা- বদনজর হাসাদ জ্বীন, জাদু, শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সমাধানে আয়াত, দোয়া, তিব্বে নববী ও সালাফ, জমহুর আহলে হক কর্তৃক অনুমোদন প্রাপ্ত মাধ্যম এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ব্যবহার করে চিকিৎসা প্রদান। দক্ষ ও অভিজ্ঞ একজন আলিম, রাকী অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠান। উন্নত সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ আলিম, রাকি ও চিকিৎসকের একটি টিম কাজ করবে ইনশাআল্লাহ।

২. পাবলিকেশন রুকইয়াহ- ইসলামি সাইকোলজি, নববী চিকিৎসা, লাইফস্টাইল ও মোটিভেশানসহ প্রতিটি মুমিনের জন্য উপকারী এমন সব বিষয়বস্তু নিয়ে সৃজনশীল বই আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ ৷

৩. ইনস্টিটিউট- প্রফেটিক মেডিসিন, রুকইয়াহ, ইসলামি সাইকলজি এবং আমাদের উদ্দেশ্যের সাথে সম্পর্কীয় সকল বিষয়ের উপর বিভিন্ন কোর্সের আয়োজন করবে। বিশেষত দক্ষ ও অভিজ্ঞ রাকী/চিকিৎসক তৈরি এবং রুকইয়াহ সহ দ্বীনি চিকিৎসার নামে প্রচলিত কুসংস্কার ও অসাধুতা রুখে দেয়ার লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।

Scroll to Top